Pages

Sab Sakhire Par Korite Nebo Ana Ana Lyric(সব সখিরে পার করিতে নেব আনা আনা লিরিক্স) | সুজন সখী | Sujan Sakhi Movie Song | Andru Kishore & Sabina Yasmin | Saikat Mitra & Sree Radha Bandhapadhy

"সব সখিরে পার করিতে নেব আনা আনা" গানটির লিরিক্স হলো: "সব সখিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা, সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না", যা মূলত 'সুজন সখি' চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান, যা গেয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন, কথা লিখেছেন খান আতাউর রহমান এবং সুর করেছেন আবু তাহের। 

গানের উৎস:

চলচ্চিত্র: সুজন সখি

শিল্পী: এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন (মূল)

কথা: খান আতাউর রহমান

সুর: আবু তাহের 

 সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না ×২


ও সুজন সখিরে

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না


ও ঘাটের মাঝিরে

ভূতের মুখে রাম নাম আর লইও না

লজ্জা শরম আছে কি বা নাই

রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না

তোমায় সখি ঘরে নিবার চাই।

তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না

বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না

মাঝি গো, ও আমি ফুলের বালা ফুলে

আমার দিকে নজর দিয়ো না


ও সুজন সখিরে

প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই

মনের বদল মন দিতে হয়

মনের মত মন মাঝি চেনা বড় দায়

আসল কি বা নকল কারে কয়

যেমন খুশি তেমন করে যাচাই করে লও

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

মাঝ দড়িয়ায় নাও ডুবাবো না


সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নেব না

Post a Comment

0 Comments