লহ গৌরাঙ্গের নাম রে বাংলা সিনেমার গান ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা গানের লিরিক্স লিখেছেন ঋতম সেন এবং গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ প্রযোজনায় শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী অবলম্বনে সৃজিত মুখার্জি পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ বাংলা সিনেমায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, দিব্যজ্যোতি দত্ত।
Song :- Khawne Gorachand Khawne Kaalaa
Film :- Lawho Gouranger Naam Rey
Singer :- Arijit Singh
Music :- Indraadip Dasgupta
Lyricist :- Ritam Sen
কম্পিত তনুদল, গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা,
কম্পিত তনুদল, গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা,
নওল কিশোর মম, কোমল ননীর সম
নওল কিশোর মম, কোমল ননীর সম,
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা।
কম্পিত তনুদল, গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা।
জনমিয়া দেখি নাহি হেন রূপ
জনমিয়া দেখি নাহি হেন রূপ,
চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ,
পরশিয়া মনোহর, চিত জনু থরোথরো
মধুকূপী হেরি যথা অবশ মধূপ,
পরশিয়া মনোহর, চিত জনু থরোথরো
মধুকূপী হেরি যথা অবশ মধূপ।
চুয়াচন্দন হার, কুল শয্যা বাহার
চুয়াচন্দন হার, কুল শয্যা বাহার,
প্রিয় বিনে কন্টক জ্বালা।
নওল কিশোর মম, কোমল ননীর সম
নওল কিশোর মম, কোমল ননীর সম,
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা।
বিগলিত চিকুর, মৃদু হাসে মধুর..
বিগলিত চিকুর, মৃদু হাসে মধুর
ঝংকৃত নূপুর, দেহে মোর,
লহু লহু চুমিত, বদন বিকশিত
কিঙ্কীত কিঙ্কিনী, কানুরই ওর,
লহু লহু চুমিত, বদন বিকশিত
কিঙ্কীত কিঙ্কিনী, কানুরই ওর।
কম্পিত তনুদল, গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা,
নওল কিশোর মম, কোমল ননীর সম
নওল কিশোর মম, কোমল ননীর সম,
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা,
কম্পিত তনুদল, গুঞ্জিত বাদল
পুঞ্জিত শ্যামল মালা,
ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা।
Kompito tonudol
Gunjito badol
Punjito shyamolo mala
No-ol kishor momo
Komolo noniro somo
Khawne Gorachand, khawne Kaala
Jonomiya dekhi nahi heno rup
Chander mukur jeno chander swarup
Poroshiya monohoro, chito jonu thorothoro
Modhukupi heri jotha obosh modhup
Chua chandan haar, kul shojya bahar
Priyo bine kontok jwala
No-ol kishor momo
Komolo noniro somo
Khawne Gorachand khawne Kaala
Bigolito chikur, mridu hashe modhur
Jhongkrito nupur, dehe mor
Lohu lohu chumito, bodon bikoshito
Kinkito kinkini, kanuri or
Kompito tonudol
Gunjito badol
Punjito shyamolo mala
No-ol kishor momo
Komolo noniro somo
Khawne Gorac
hand, khawne Kaala
0 Comments