Pages

Modhu Makha Hori Nam Bolo Re Lyrics(মধুমাখা হরি নাম বলো রে) Bengali Song Lyric || Pariskhit Bala



পরীক্ষিৎ বালা :-


কলিতে হরিনাম  জীবেরই পরিনাম

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে



নামের গুনে জগা মাধা

নামের গুনে জগা মাধা

নামের গুনে জগা মাধা

উদ্ধারিয়া গেলো রে

মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে




নাম জপিলে দিনে রাতে

গুরুর চরণ ধরিয়া 

তার লাগে না পাড়ের কড়ি

পাড়ি দিতে দরিয়া

নাম জপিলে দিনে রাতে

গুরুর চরণ ধরিয়া 

তার লাগে না পাড়ের কড়ি

পাড়ি দিতে দরিয়া

নামের গুনে খোঁড়া হাঁটে

নামের গুনে খোঁড়া হাঁটে

নামের গুনে খোঁড়া হাঁটে

বোবায় কথা বলে রে

মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে




নাম জপিয়া পশু পাখি 

করে কতো গুনো গান

নামে আছে গয়া কাশী

নামে আছে  বৃন্দাবন

নাম জপিয়া পশু পাখি 

করে কতো গুনো গান

নামে আছে গয়া কাশী

নামে আছে  বৃন্দাবন

নামের গুনে সোলা ডোবে

নামের গুনে সোলা ডোবে

পরিতোষ কয় হরি বলি

আপন দেশে চলো রে

মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে



মানুষ হইয়া বেহুশ হইলে

পাবিনা অমূল্য ধন

নামের গুনে পাপি টাপি

পেলো যে সেই রতন

মানুষ হইয়া বেহুশ হইলে

পাবিনা অমূল্য ধন

নামের গুনে পাপি টাপি

পেলো যে সেই রতন

পরিতোষ কয় হরি বলি

পরিতোষ কয় হরি বলি

পরিতোষ কয় হরি বলি

আপন দেশে চলো রে

মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে


নামের গুনে জগা মাধা

নামের গুনে জগা মাধা

নামের গুনে জগা মাধা

উদ্ধারিয়া গেলো রে


মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে

একবার বলো রে ..

মধুমাখা হরি নাম বলো রে

Post a Comment

0 Comments