Pages

Amar Mayer Payer Jaba Hoye Lyric(আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন লিরিক্স) | Shyma Sangeet | শ্যামা সংগীত | Pannalal Bhattacharya | Anuradha Paudwal | Diwali Song | Kali Puja Song

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। বাংলা শ্যামা সঙ্গীত কুমার সানু, পান্নালাল ভট্টাচার্য, গুরুজিৎ সিং, অভিক মুখার্জি, সরোজিনী ঘোষ এবং আরও অনেকের গেয়েছেন গানটি। দিওয়ালি স্পেশাল শ্যামা সঙ্গীত মায়ার পায়ে জবা হয় গানের কথা লিখেছেন দ্বিজেন চৌধুরী।www.Lyricsnj.com

গান :- আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন 

গায়ক:- পান্নালাল ভট্টাচার্য/অনুরাধা পডওয়াল

গীতিকারঃ- দ্বিজেন চৌধুরী

সুরকারঃ- শেখর সেন


মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আবরণ,

গন্ধ না থাক,

ও তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আবরণ,

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন।



জানি জুঁই মালতী হায়

কত গন্ধ যে ছড়ায়,

তবু ঘরের ফেলে পরের কাছে

নিজেরে বিলায়।

জানি জুঁই মালতী হায়

কত গন্ধ যে ছড়ায়,

তবু ঘরের ফেলে পরের কাছে

নিজেরে বিলায়।

ওরে তোর মতো যে নেইকো তাদের

মায়ে-পোয়ে আলাপন,

তোর মতো যে,

ও মন তোর মতো যে নেইকো তাদের

মায়ে-পোয়ে আলাপন,

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন।



আমার তাইতো লাগে ভয়

প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়।

আমার তাই তো লাগে ভয়

প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়।



ওরে যেন ভুলিসনা, তোর দয়াময়ী মা

তার রক্ত মাখা কালো রূপে, ঘোচায় কালিমা,

ওরে যেন ভুলিসনা, তোর দয়াময়ী মা

তার রক্ত মাখা কালো রূপে, ঘোচায় কালিমা।

ও মন তাই বলি আয় ওই রাঙা পায়

করি আত্মসমর্পণ,

তাই বলি আয়,

ও মন তাই বলি আয় ওই রাঙা পায়

করি আত্মসমর্পণ।



মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

ও তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আবরণ,

গন্ধ না থাক,

ও তার গন্ধ না থাক যা আছে সে

নয় রে ভুয়ো আবরণ,

মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন,

আমার মায়ের পায়ের জবা হয়ে

ওঠ না ফুটে মন।


Maa er paayer joba hoye

Oth na fute mon

Amar maa er paayer joba hoye

Oth na fute mon × 2

Tar gondho na thaak jaa ache se

Noy re bhu abhoron × 2

Maaer paaer joba hoye

Othna phute mon


Jani jui maloti haay

Koto gondho je choray

Tobu ghorer fele porer kache

Nijere bilay × 2

Orey tor moto je neiko tader

Maaye-poye alapon × 2

Maa er paaer joba hoye

Othna phute mon


Amar taito laage bhoy

Prolobhoner fande pore hoi bujhi ba khoy × 2


Orey jeno bhulish na tor doyamoyee maa

Taar rokto makha kalo roope ghochay kalima × 2

O mon tai boli aay oi ranga paay

Kori atmosomorpon × 2

Maa er paa er joba hoye

Othna phute mon

Post a Comment

0 Comments