Pages

Sadanando Moyi Kali Lyrics (সদানন্দময়ী কালী লিরিক্স) - শ্যামাসংগীত



Singer :- Pannalal Bhattacharjo
Kumar Sanu

সদানন্দময়ী কালী লিরিক্স :- শ্যামাসংগীত 

সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
তুমি আপনি নাচো আপনি গাও মা
আপনি নাচো আপনি গাও মা,
আপনি দাও মা করতালি।
সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
সদানন্দময়ী কালী।। 

আদিভূতা সনাতনী
শূন্যরূপা শশীভালি,
আদিভূতা সনাতনী
শূন্যরূপা শশীভালি,
ব্রহ্মাণ্ড ছিল না যখন
ব্রহ্মাণ্ড ছিল না যখন,
মুণ্ডমালা কোথা পেলি ?
সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
সদানন্দ ময়ী কালী।।

সবে মাত্র তুমি যন্ত্রী
আমরা তোমার যন্ত্রে চলি,
সবে মাত্র তুমি যন্ত্রী
আমরা তোমার যন্ত্রে চলি,
যেমন রাখো তেমনি থাকি মা
যেমন রাখো তেমনি থাকি মা
যেমন বলাও তেমনি বলি।

অশান্ত কমলাকান্ত
দিয়ে বলে গালাগালি,
অশান্ত কমলাকান্ত
দিয়ে বলে গালাগালি,
এবার সর্বনাশী ধরে অসি
এবার সর্বনাশী ধরে অসি,
ধর্মাধর্ম দুটি খেলি।

সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
তুমি আপনি নাচো আপনি গাও মা
আপনি নাচো আপনি গাও মা,
আপনি দাও মা করতালি।
সদানন্দময়ী কালী
মহাকালের মনমোহিনী,
সদানন্দময়ী কালী।

Post a Comment

0 Comments