"বোবা রাত" হল "বেলা" সিনেমার একটি বাংলা গান, যা অরিজিৎ সিং পরিবেশন করেছেন। ট্র্যাকটি ২৬শে আগস্ট, ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল।www.Lyricsnj.com
ছায়াছবি: বেলা
গায়ক: অরিজিৎ সিং
সুরকার: রনজয় ভট্টাচার্য
গীতিকার: তমোঘ্না চ্যাটার্জী।
আপনি "বোবা রাত" গানটি জিওসাভন, গানা এবং অ্যামাজন প্রাইম মিউজিক সহ বেশ কয়েকটি মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পারেন। অফিসিয়াল ভিডিওটি ইউটিউবেও পাওয়া যাচ্ছে। গানের লিরিক্স পেতে আমাদের www.Lyricsnj.com ওয়েবসাইট সাবস্ক্রাইব করে রাখুন।
-:::::: গানের লিরিক্স :::::-
সময় হারিয়ে যায় চেনা এই শহরটায়
কোথায় মুখ লুকাই চেনা ঠিকানা
ভেসে ভেসে যায় মুখ সরে সরে যায় হাত
কিছু বোবারাত ঘরে আর ফেরেনা ।
কোন চোখে ভাঙ্গে ভুল সংসারী সে পুতুল
ভালোবাসা যেন ভুল ভাঙ্গা খেলনা
একা একা একাকার এক বুক কথা তার
সাজিয়েছে কাঁটাতার প্রিয় আয়না
সময় হারিয়ে যায় চেনা এই শহরটায়
কোথায় মুখ লুকাই চেনা ঠিকানা
ভেসে ভেসে যায় মুখ সরে সরে যায় হাত
কিছু বোবারাত ঘরে আর ফেরেনা ।
___________ Music _______
নদীরা চুপ ঘুমই ঢেউয়ের প্রাণ
পেরই এ মন অগোছালো অভিমান
নদীরা চুপ ঘুমই ঢেউয়ের প্রাণ
পেরই এ মন অগোছালো অভিমান
এখানে সহজ ব্যথা বোঝানো যে কি কঠিন
রাত্রির ভরসা কে ছিড়ে ফেলে কোনদিন
সময়ের অভিনয় শুধু মেনে নিতে হয়
এখানে নিজের নয় কোন ঠিকানা
একা একা একাকার কত পথ বাকি আর
মুছে গেছে কবে কার কেউ জানে না
সময় হারিয়ে যায় চেনা এই শহরটায়
কোথায় মুখ লুকাই চেনা ঠিকানা
ভেসে ভেসে যায় মুখ সরে সরে যায় হাত
কিছু বোবারাত ঘরে আর ফেরেনা ।
Boba Raat Lyric:::---
Somoy hariye jaay Chena e shohortay
Kothay mukh lukay chena thikana
Bhese bhese jaay mukh Sore sore jaay haat
Kichu boba raat ghore aar fere na
Kon chokhe vange kul Songsari se putul
Bhalobasha jeno bhul bhanga khelna
Eka eka ekakar Ek buk kotha taar
Sajiyeche katatar priyo aayna
Nodira chup ghumoy dheu er praan
Peroy mon ogochalo obhimaan
Ekhane sohoj byatha Bojhano je ki kothin
Raatrir bhorosake chirey fele konodin
Somoyer obhinoy Shudhu mene nite hoy
Ekhane nijer noy kono thikana
Eka eka ekakar Koto poth baki aar
Muche geche kobe kar keu jaane na
0 Comments