Pages

Chirodini Adhare Kete Gelo Lyric(চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন লিরিক্স) || Nater Guru || Mano || Jeet Koel Mallick Movie Song || Nj Music Bengali

Chirodini Adhare Lyrics bengali song is sung by Mano from Nater Guru bengali movie. Starring Jeet, Koel Mallick, Ranjit Mallick, Moushumi Chatterjee, Pushpita Mukherjee nad many more. Music composed by S P Venkatesh and lyrics written by Goutam Susmit. Chirodini Adhare Kete Gelo E Jibon cover version song is sung by Abir Biswas, Ayan Sarkar, Anik Banerjee and many various artists in their own way.

Song Name : Chirodini Adhare

Film : Nater Guru

Singer : Mano

Music : S. P. Venkatesh

Lyricist : Goutam Susmit

Director : Haranath Chakraborty

হুম হুম, হুম হুম.. ×২

লালা লা লা,লা লা 


চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন,

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।

দূর থেকে দেখেছি, পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে, জোৎস্না ফোটেনি।

চিরদিনই আঁধারে কেটে গেলো এ জীবন,

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।


জানি আমি মন যা, চায় সে তো পায় না

কেউ সুখি হয় কেউ, সুখী হতে পারে না,

জানি আমি মন যা, চায় সে তো পায় না

কেউ সুখি হয় কেউ, সুখী হতে পারে না,

তবু কেন দু’চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে,

ঝরে, ঝরে, ঝরে গো অন্তরে,

চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন,

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।


স্নেহ ভালোবাসা কি, সে তো মন জানে না

মমতার ছোঁয়া কি, সে তো মন বোঝে না,

স্নেহ ভালোবাসা কি, সে তো মন জানে না

মমতার ছোঁয়া কি, সে তো মন বোঝে না,

হায়রে যদি, পিছন থেকে, কেউ কখনও ডাকে,

ডাকে, ডাকে, ডাকে গো নাম ধরে।

চিরদিনই আধারে কেটে গেল এ জীবন

কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি,

দুর থেকে দেখেছি, পূর্ণিমা রাত আমি

কখনো আমার ঘরে, জোৎস্না ফোটেনি।

Post a Comment

0 Comments