Pages

Ei Path Jodi Na Sesh Hoy Lyrics(এই পথ যদি না শেষ হয় লিরিক্স) || Saptapadi || সপ্তপদী || Uttam Kumar || Suchitra Sen || Bengali Movie Song || Nj Music Bengali

Movie Name : Saptapadi

Singer : Hemanta Mukherjee And Sandhya Mukherjee

Music : Hemanta Mukhopadhyay

Lyricist : Gauriprasanna Mazumder

লাল লাল লাল লাললা ল লাল লা

লাল লাল লা লা লা লা লা লা

লাল লা লা লা লা লা লা


এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

তুমি বলো..

এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

লাল লা লা লা ..


কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের

ওই দোল দোল হাসিতে রাখালের,

কোন ওই ঘর ছাড়া বাঁশীতে সবুজের

ওই দোল দোল হাসিতে

মন আমার মিশে গেলে বেশ হয়।

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো ?

বলবো না, হুম..

এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?


নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে এই গান

যেন যায় আজ হারিয়ে আকাশের

নীল দূর সীমা ছাড়িয়ে এই গান

যেন যায় আজ হারিয়ে

প্রাণে যদি এ গানের রেশ রয়।

যদি পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?


তুমি বোলো, না না তুমি বলো, না তুমি বলো

এই পথ যদি না শেষ হয়

তবে কেমন হতো তুমি বলোতো?

Post a Comment

0 Comments