লক্ষী পুজোর গান
*********************
উলু দে দীপ জ্বালা
ঢাক ঢোল শঙ্খ বাজা × ২
লক্ষ্মী এলো ঘরে
নে তারই বরণ করে
মা লক্ষ্মী এলো ঘরে,
ঘর আলো করে
সংসার সোনার হল
(মা) লক্ষ্মী এলো ঘরে (×৪)
ঠাম দিদা মুখ ঘুরালো
মাসি পিসি চোখ রাঙালো
অবহেলায় জন্মালি তুই মেয়ে
দেবী নামে করছ পূজা,
তবু কেন পাচ্ছে সাজা
ঘরেতে লক্ষ্মী যখন মেয়ে (×২)
দশ মাস গর্ভে ধরে
তোকে পেয়ে ধন্য আমি
আমি মা তুই আমার মেয়ে
নাইবা দেখল ও মুখ
সোনা রুপা হীরে দিয়ে
ধান দুব্বায় বরণ করিয়ে (×২)
0 Comments