সুন্দর ভুবনে তুমি ভগবান
তুমি ভগবান ওগো তুমি ভগবান
আমার কেউ নাই তাই তোমারে জানাই
তুমি জীবন মোর তুমি মন প্রাণ ।।
যার কেউ নাই তুমি নাকি তার
অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার
পাবই পাবই ওগো দেখাটি তোমার
জ্বলন্ত অনন্তদেব করুণানিধান ।।
ভবের ভাবনা মাঝে হে ভব কান্ডারী
ভয় কী আমার ঠাকুর ওহে শ্রী হরি
কোন কালে না হয় ওগো ছাড়াছাড়ি
সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান ।।
3 Comments
Wow
ReplyDeleteNice
ReplyDeleteNice
ReplyDelete