Pages

Khejur Patar Nupuro Bajaye Lyric(খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায় লিরিক্স) | Nazrul Sangeet | নজরুল গীতি | Rum Jhum Jhum Jhum Rum Jhum Jhum | Nj Music Bengali

------ নজরুল গীতি ------

রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ রুম্ ঝুম্ ঝুম্

 খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায় যায়।

ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে

 কুসুম ছড়ায় পথের বালুকায়।।


তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার,

সে যেতে যেতে ছড়ায় পথে পাথর-কুচির হার।

তার ডালিম ফুলের ডালি গোলাপ-গালের লালি

   ঈদের-চাঁদ ও চায়।।


আরবি ঘোড়ায় সওয়ার হয়ে, বাদ্‌শাজাদা বুঝি

সাহারাতে ফেরে সেই মরীচিকা খুঁজি

কত তরুণ মুসাফির পথ হারালো, হায়!

কত বনের হরিণ মরে তারি-রূপ তৃষায়।।

Post a Comment

0 Comments