Pages

Kemone Chinibo Tomare Lyric(কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে লিরিক্স) | Shaha Abdul Karim | বাউল গান | Folk Song | Bengali Song | Baul Song Nj Music Bengali

-: শাহ আব্দুল করিম :-


মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে

দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে ॥


মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব

মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব

আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে ॥


তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই

শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই

কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে


পাগল আবদুল করিম বলে দয়া কর আমারে

নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে

ভক্তের অধীন হও চিরদিন থাক ভক্তের অন্তরে ॥

Post a Comment

0 Comments