Pages

Jano Kichu Mone Korona Lyric(যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে লিরিক্স) | Akhil Bandhu Ghosh | অখিল বন্ধু ঘোষ | Bengali Song | Adhunik Bangla Gaan | Nj Music Bengali

------: অখিল বন্ধু ঘোষ :-----

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

কত কিই যে সয়ে যেতে হয়

ভালবাসা হলে-

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে




কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।

তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।

কেউ যদি দেখে ফেলে, আসো তুমি এই পথে।

তার কোন কথা শুনে থেমো না গো কোনমতে।

চোখদুটি ভোরো না অভিমানী আঁখিজলে।

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

কত কিই যে সয়ে যেতে হয়

ভালবাসা হলে-




ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।

সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।

ফাগুনকে আরো মনে পড়ে মেঘ এলে ফাগুনে।

সোনা সে তো খাঁটি সোনা হয় পুড়ে গেলে আগুনে।




তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।

স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।

তাই বলি ব্যথা পেলে, ভেঙে তুমি পড়ো না গো।

স্বরলিপি নাই থাক গান ভুল কোরো না গো।

সব কথা, গঞ্জনা মানো শুধু খেলাছলে।

যেন কিছু মনে কোরো না

কেউ যদি কিছু বলে

কত কিই যে সয়ে যেতে হয়

ভালবাসা হলে

Post a Comment

0 Comments