------- রবীন্দ্র সঙ্গীত ------
রাগ :- পিলু
তাল :- একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) :- ২৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ) :- ৭ মার্চ, ১৯১৫
রচনাস্থান :- বোলপুর থেকে কলকাতা যাবার পথে ট্রেনে
ওগো নদী, আপন বেগে পাগল-পারা,
আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা॥
আমি সদা অচল থাকি,
গভীর চলা গোপন রাখি, × ২
আমার চলা নবীন পাতায়,
আমার চলা ফুলের ধারা॥
ওগো নদী, চলার বেগে পাগল-পারা,
পথে পথে বাহির হয়ে আপন-হারা × ২
আমার চলা যায় না বলা
আলোর পানে প্রাণের চলা ×২
আকাশ বোঝে আনন্দ তার
বোঝে নিশার নীরব তারা॥
0 Comments