Pages

Tomar Amar Prem Ami Age Bujhini Lyric(তোমার আমার প্রেম আমি আগে বুঝিনি লিরিক্স) | Zubeen Garg | জুবিন গার্গ | Jeet Ganguly | Janeman | Bengali Movie Song

Tomar Amar Prem Song Is Sung by Zubeen Garg from Jaaneman Bengali Movie. Featuring: Soham Chakraborty And Koel Mallick. Music Composed by Jeet Gannguli And Tomar Amar Prem Ami Ajo Bujhini Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay.www.Lyricsnj.com


Song :- Tomar Amar Prem

Movie :- Jaaneman

Singer :- Zubeen Garg

Music :- Jeet Gannguli

Lyrics :- Priyo Chattopadhyay


তোমার আমার প্রেম

আমি আজো বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি।


দূরে তবু দূরে

সরে থাকতে পারিনি,

কাছে এসে কেন

কাছে আসতে পারিনি,

আমি আজো বুঝিনি,

আমি আজো বুঝিনি,

তোমার আমার প্রেম

আমি আজও বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি।


সুরে সুরে গানে কবিতায়

তোমাকেই খোঁজে মন

তবু হায়, তুমি দাও না ধরা।

ও.. বারে বারে কথা থেমে যাই

আরো একা এ জীবন

মনে হয়, থাকি দিশেহারা।



মনের আনুরাগে

বাজে এ কোন রাগিনি,

কাছে এসে কেনো

কাছে আসতে পারিনি,

আমি আজো বুঝিনি,

আমি আজো বুঝিনি,

তোমার আমার প্রেম

আমি আজও বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজও দেখিনি।


ও ও.. ও ও..


এলোমেলো ঝড় এই বুকে

কিছুতেই থামে না, কমে না

তবু ভালবাসা।

ও .. মেঘে মেঘে ঢাখা দু’চোখে

আশা রোদ ওঠে না,

কাটে না, ধোঁয়া ধোঁয়া কুয়াশা।


বুকের ব্যথা দাগে

লেখো এ কোন কাহিনি,

কাছে এসে কেন

কাছে আসতে পারিনি,

আমি আজও বুঝিনি,

আমি আজও বুঝিনি,

তোমার আমার প্রেম

আমি আজও বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজও দেখিনি।

Post a Comment

0 Comments