Pages

Oh Bondhu Poran Bondhure Lyric(ও বন্ধু পরান বন্ধুরে নারীর বেদন তুই তো বুঝলি না লিরিক্স) | Bengali Folk Song | Singer- Sanajit Mondal | Nj Music Bengali

গান - ও বন্ধু, পরান বন্ধুরে/নারীর বেদন তুইতো বুঝলি না

কথা, সুর ও শিল্পী :- সনজিৎ মন্ডল 

তাল- দাদরা

ও বন্ধু পরান বন্ধুরে 

নারীর বেদন তুইতো বুঝলি না × ২

সুখের দিনে খুঁজলি আমায় 

দুঃখের দিনে খুজলি না × ২


হায়রে আমার পাষান বন্ধু 

তোর কি দরদ নাই 

তোর লাইগা যে একলা ঘরে 

কাইন্দা বুক ভাসাই × ২

তোর প্রেমেতে মজলাম আমি 

তুই তা ক্যানে মজলিনা × ২


ফুল ফোটানোর বসন্তকাল 

কোকিল ডাকার পালা 

মন যে তোরে চায় পরাতে 

বন মালতীর মালা × ২


অভাগিনীর শূন্য ঘরে 

ফিরবি কবে আর 

কবে বন্ধু ঘুচাইবে মোর 

মনের অন্ধকার × ২

তুই কেনে তোর আঁচল দিয়া 

সে জল কেনে মুছলি না × ২

Post a Comment

0 Comments