Amader Bokul Tolay Bhir Jomeche Lyrics – Anirban Bhattacharya | “Amader Bokul Tolay Bhir Jomeche Lyrics (Melar Gaan)” is a lively Bengali song inspired by folk music. It is sung, written, and partly composed by Anirban Bhattacharya. The music was created with help from Subhadeep Guha and Debraj Bhattacharya. The song celebrates the joyful spirit of traditional fairs and festivals.
আমাদের বকুলতলায় ভিড়
জমেছে বসেছে মেলা
দেখতে যাব আমি তুমি
আমাদের বকুলতলায় ভিড়
জমেছে বসেছে মেলা
দেখতে যাব আমি তুমি
সে মেলায় দোকান কত সারি সারি
মাটির পুতুল রকমারি
সে মেলায় দোকান কত সারি সারি
মাটির পুতুল রকমারি
মিলছে সেথায় বাউল ফকির
হাসিমুখের বুড়ো বুড়ি
সে মেলায় দোকান কত সারি সারি
মাটির পুতুল রকমারি
মিলছে সেথায় বাউল ফকির
হাসিমুখের বুড়ো বুড়ি
ওরে পুতুল বাহারি পুতুল
ওরে পুতুল বাহারি পুতুল
পুতুল বাহারি পুতুল
ওরে পুতুল বাহারি পুতুল
প্রাণ থাকলে বুঝতে বাপু
এ মানুষ জাতি খুব আনাড়ি
আমাদের বকুলতলায় ভিড়
জমেছে ঘুরছে নাগরদোলা
চড়তে যাব আমি তুমি
আমাদের বকুলতলায় ভিড়
জমেছে ঘুরছে নাগরদোলা
চড়তে যাব আমি তুমি
সেই নাগরদোলা হায়
গোল গোল গোল
গোল গোল গোল গোল
গোল গোলা গোল
গোল গোল গোল
গোল গোল গোল গোল
ঘুরব দু’জন
সেই নাগরদোলায়
গোল গোল গোল গোল
গোল গোল গোল গোল
ঘুরব দু’জন
দেখব দোকান
ফুচকা খাব দুই চারিখান
সেই নাগরদোলায়
ঘুরব দু’জন
দেখব দোকান
ফুচকা খাব দুই চারিখান
আমাদের যন্ত্রজীবন
মুক্তি পাবে
ঘণ্টা তিনেক মেলায় যাবে
আমাদের যন্ত্রজীবন
মুক্তি পাবে
ঘণ্টা তিনেক মেলায় যাবে
ওরে জীবন অন্ধকারের জীবন
ওরে জীবন কান্তিভরা জীবন
ওরে জীবন অন্ধকারের জীবন
ওরে জীবন কান্তিভরা জীবন
ভাঙলে মেলা বুঝবে বাপু
আলোর বাহার পাঁচদিনেরই
আমাদের জীবনতলায় মোটরগাড়ি
ঘুরছে মরণ কুঁয়ায়
দেখতে যাব আমি তুমি
সে কুঁয়ায়
বন বন বন বন বন
বন বনা বন
সে কুঁয়ায়
বন বন বন বন বন
বন বনা বন
ঘুরছে গাড়ি
ঘুরছে গাড়ি
সে কুঁয়ায়
বন বন বন বন বন
বন বনা বন
ঘুরছে গাড়ি
লাগছে চোখে ভীষণ ধাঁধা
বাঁচবে নাকি মরবে গাড়ি
সে কুঁয়ায়
বন বন বন বন বন
বন বনা বন
ঘুরছে গাড়ি
লাগছে চোখে ভীষণ ধাঁধা
বাঁচবে নাকি মরবে গাড়ি
ওরে মানুষ গাড়ির ভেতর মানুষ
ওরে মানুষ ঘুরতে থাকা মানুষ
ওরে মানুষ গাড়ির ভেতর মানুষ
ওরে মানুষ ঘুরতে থাকা মানুষ
থামবে যখন বুঝবে বাপু
জীবন বাকি দুই দিনেরই
আমাদের বকুলতলায় ভিড়
জমেছে বসেছে মেলা
দেখতে যাব আমি তুমি
আমাদের বকুলতলায় ভিড়
জমেছে বসেছে মেলা
দেখতে যাব আমি তুমি
দেখতে যাব আমি তুমি
দেখতে যাব আমি তুমি
Lyric In English Word:-
Amader bokultolay bhir jomeche
Boseche mela
Dekhte jabo aami tumi
Se melay dokan koto sarisari
Maatir putul rokomari
Milche sethay baul fokir
haasi mukher buro buri
Orey putul bahari putul
Praan thakle bujhte bapu
E manush jaati khub anari
Amader bokultolay bhir jomeche
Ghurche nagordola
Chorte jabo aami tumi
Sei nagordolay ghurbo dujon
Dekhbo dokan
Fuchka khabo dui charikhan
Amader jantrajibon mukti pabe
Ghonta tinek melay jaabe
Ore jibon ondhokarer jibon
Ore jibon klantibhora jibon
Vangle mela bujhbe bapu
Aalor bahar panch dineri
Amader jibontolay motor gari
Ghurche moron kuyay
Dekhte jabo aami tumi
Se kuyay bon bon bon ghurche gari
Laagche chokhe vishon dhadha
banchbe naki morbe gari
Ore manush garir vetor manush
Ore manush ghurte thaka manush
Thambe jokhon bujhbe bapu
Jibon baki dui dineri
0 Comments