Pages

Boro Asha Kore Esechi Go Lyric(বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও লিরিক্স ) Rabindra Sangeet || রবীন্দ্র সংগীত || Puja & Prathona || Nj Music Bengali

রবীন্দ্র সংগীত 

গান - বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও

রাগ: ঝিঁঝিট

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপি ছবি :-


‎বড় আশা করে এসেছি গো

‎কাছে ডেকে লও

‎ফিরাইও না জননী।

‎বড় আশা করে এসেছি গো

‎কাছে ডেকে লও।

‎দিনহীনে কেহ চাহে না

‎তুমি তারে রাখিবে জানি গো × ২

‎আর আমি যে কিছু চাহিনে

‎চরণও তলে বসে থাকিব,

‎আর আমি যে কিছু চাহিনে

‎জননী বলে শুধু ডাকিব ।

‎তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়

‎কেঁদে কেঁদে কোথা বেড়াব

‎ওই যে হেরী তমস ঘন ঘোরা গহন রজনী ।

Post a Comment

0 Comments