Pages

Ami Je Ke Tomar Lyric(আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও লিরিক্স) || Kishore Kumar || Bengali Movie Song || Nj Music Bengali

Ami Je Ke Tomar Lyrics , Anurager Chhowa Bengali Movie. This Song Is Sung By Lata Mangeshkar And Kishore Kumar.

Movie – Anurager Chhowa

Singer – Lata Mangeshkar & Kishore Kumar

Music Director – Ajoy Das

Lyrics – Gauriprasanna Mazumder

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

এ মনে কি আছে পারো যদি খুজে নাও

আমি তোমাকেই বুকে ধরে রাখবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


কেন আর সরে আছো দূরে,

কাছে এসে হাত দুটো ধরো (x2)

শপথের মন কাড়া সুরে

আমায় তোমারি তুমি করো

ও.. তোমারি স্বপ্ন দুচোখেই আমি আঁকবো

চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।


ওপারের ডাক যদি আশে

শেষ খেয়া হয় পাড়ি দিতে (x2)

মরণ তোমায় কোনদিনও

পারবেনা কভু কেড়ে নিতে

ও.. ও..

সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।



Ami je ke tomar tumi ta bujhe nao

Ami chirodin tomari-to thakbo

Tumi amar ami tomar..

E mone ki ache paro jodi khuje nao

Ami tomakei buke dhore rakhbo

Tumi amar ami tomar

Aami je ke tomar tumi ta bujhe nao

Keno aaj shore acho dure

Kache eshe haath duto dhoro

Shopother mon kara shure

Amay tomari tumi koro..

Tomari swapno duchokhei ami ankbo

Post a Comment

0 Comments