Pages

Mon Re Krishi Kaj Janona Lyric(মন‌ রে কৃষি কাজ জানো না লিরিক্স) || Shyama Sangeet || Kalipujo Song || Dhananjay Bhattacharjee || Devotional Song



কথা ও সুর:- সাধক রামপ্রসাদ সেন 

শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য 


 মন রে কৃষিকাজ জানো না

মন রে কৃষিকাজ জানো না

এমন মানব জমিন রইলো পতিত

আবাদ করলে ফলত সোনা

মানব জমিন রইলো পতিত

আবাদ করলে ফলত সোনা


মন রে কৃষিকাজ জানো না

মন রে কৃষিকাজ জানো না


কালী নামে দাও রে বেড়া

ফসলে তছরূপ হবে না × ২

সে যে মুক্তকেশীর শক্ত বেড়া

তার কাছেতে যম ঘেঁষে না


মন রে কৃষিকাজ জানো না

মন রে কৃষিকাজ জানো না


অদ্য অব্দ শতান্তে বা

বাজাপ্ত হবে জানো না × ২

আপন একতারে মন রে

চুটিয়ে ফসল কেটে নে না


মন রে কৃষিকাজ জানো না

মন রে কৃষি কাজ জানো না 


গুরু রোপণ করেছেন বীজ

ভক্তি বারি সেঁচে দে না × ২

একা যদি না পারিস মন

রামপ্রসাদকে সঙ্গে নে না


মন রে কৃষিকাজ জানো না

মন রে কৃষি কাজ জানো না 

Post a Comment

0 Comments