Pages

Jodi Tare Nai Chini Go Lyric(যদি তারে নাই চিনি গো লিরিক ) Rabindra Sangeet || রবীন্দ্র সংগীত || Bengali Song || Nj Music Bengali



Parjaay: Prakriti (216)

Upa-parjaay: Basanta (29)

Taal: Teyora

Raag: Khambaj-Pilu

Written on: 1923 (27 Magh 1329)

Place: Shantiniketan

Collection: Basanta

Swara bitan: 6 (Basanta)

যদি তারে নাই চিনি গো 

সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে জানি নে


সে কি আমার কুঁড়ির কানে

কবে কথা গানে গানে

পরান তাহার নেবে কিনে

এই নব ফাল্গুনের দিনে-

জানি নে, জানি নে ৷


সে কি আপন রঙে ফুল রাঙাবে,

সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ।


ঘোমটা আমার নতুন পাতার

 হঠাৎ দোলা পাবে কি তার ।

গোপন কথা নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে-

জানি নে, জানি নে ৷

Post a Comment

0 Comments