Singer :- Gour Ray
Lyric & Tune :- Bijay Dhibar
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
নদিয়া নগরে শচি মাতার ঘরে
নদিয়া নগরে শচি মাতার ঘরে
উদয় হলো নিমাই চাঁদ
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
হরি নাম ভজো নাম জপো
নাম করো সার
হরি নামে ভাসাও তরি
হয়ে যাবে পার
হরি নাম ভজো নাম জপো
নাম করো সার
হরি নামে ভাসাও তরি
হয়ে যাবে পার
হরি নামে মাতোয়ারা ওওওও
হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
যত পাপি তাপি তরে গেলো
এই হরি নামে
মুখে বলো হরিনাম
শ্রবন করো কানে
যত পাপি তাপি তরে গেলো
এই হরি নামে
মুখে বলো হরিনাম
শ্রবন করো কানে
হারি নামে আছে সুধা ওওওও
হারি নামে আছে সুধা অমৃত সমান
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
বিজয় ধিবর বলছে হরি
নাম ছাড়া গতি নাই
প্রেমানন্দে বাহু তুলে
হরি বলো ভাই
বিজয় ধিবর বলছে হরি
নাম ছাড়া গতি নাই
প্রেমানন্দে বাহু তুলে
হরি বলো ভাই
হরি নামের জলে ডুব দিলে ওওওও
হরি নামের জলে ডুব দিলে
জুরায় মন ও প্রান
কে আনিলোরে কোথায় ছিলোরে
মধু মাখা হারি নাম
কে আনিলোরে কোথায় ছিলোরে
মধু মাখা হারি নাম
নদিয়া নগরে শচি মাতার ঘরে
নদিয়া নগরে শচি মাতার ঘরে
উদইয় হলো নিমাই চাঁদ
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
কে আনিলোরে কোথায় ছিলো রে
মধু মাখা হারি নাম
1 Comments
Hi
ReplyDelete