Pages

Bihure Lagon Madhure Lagon Lyric(বিহুরে লগন মধুরে লগন লিরিক্স) || Bengali Folk Song || Bihu Song || Dance || Nj Music Bengali


আ....... আ....... আ.........


 বিহুরে লগন মধুরে লগন

আকাশে বাতাসে লাগিল রে

চম্পা ফুটিছে চামলী ফুটিছে

  তার সুবাসে ময়না আমার ভাসিল রে × ২


হলুদ বরন মেঘলায় তার যৌবন উছলায়

লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় × ২

খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়

বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়


বিহুরে লগন মধুরে লগন

আকাশে বাতাসে লাগিল রে

নাচিতে নাচিতে তার ভরা যৌবন

বিহুর সাজে সবার মাঝে অসিল রে


তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয়

   ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায় × ২

জগত জুড়ি বিহুর পরব খুসি যে ছড়ায়

বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়


বিহুরে লগন মধুরে লগন

আকাশে বাতাসে লাগিল রে

চম্পা ফুটিছে চামলী ফুটিছে

তার সুবাসে ময়না আমার ভাসিল রে


নাচিতে নাচিতে তার ভরা যৌবন

    বিহুর সাজে সবার মাঝে আসিলো রে (×৪)

Post a Comment

0 Comments