Pages

Mago Ma Vidyabati Saraswati Lyrics(মাগো মা বিদ্যাপতি সরস্বতী লিরিক্স) || সরস্বতী বন্দনা || Saraswati Vandana || Saraswati Puja || Nj Music Bengali || Nil Dey

কথা ও সুর :- শ্রী শেখর শী

লিরিক্স কালেকশন:- নীল দে

• Nj Music Bengali •


 মাগো মা বিদ্যাপতি সরস্বতী

বিদ্যা দাও গো মা

কেন যে পড়াশোনা ভালো লাগেনা × ২


না করলে লেখাপড়া হবো না যে বড়

বিদ্যা দিয়ে আমায় মাগো একটু দয়া করো × ২

পড়ার সময় নষ্ট করে দুষ্টুমি আর করবো না

সরস্বতী মা বিদ্যা দাও ওগো মা।


কিন্তু আমার স্কুলে যেতে খুবই ভালো লাগে

কারণ টিফিন খাওয়া গল্প করা হয় যে একসাথে × ২


এক্সামের সময় মাগো খুব যে ভয় করে

জয় হবে মা তুমি যদি থাকো মাথার পরে × ২

সবার আগে এগিয়ে যাব পিছে পড়ে থাকবো না

সরস্বতী মা বিদ্যা দাও গো মা।

Post a Comment

0 Comments