Pages

Kemon Jano Alada Alada Lyric(কেমন যেন আলাদা আলাদা/আমি আবার ক্লান্ত পথচারী) || Iman Chakraborty & Anupam Roy || Ardhangini || Bengali Movie Song

Song : Alada Alada

Film : Ardhangini

Singer : Iman Chakraborty

Music & Lyrics : Anupam Roy

Director : Kaushik Ganguly 

আমি আবার ক্লান্ত পথচারী

এই কাঁটার মুকুট লাগে ভারী,

গেছে জীবন দুদিকে দু'জনারই

মেনে নিলেও কি মেনে নিতে পারি?

ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ..

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়

কেমন যেন আলাদা আলাদা সব।।



কুয়াশা ভেজা নামছে সিঁড়ি

অনেক নীচে জল,

সেখানে এক ফালি চাঁদ ভাসছে

করছে টলমল।

তাকে বাঁচাব বলে, জলে নেমেও

বাঁচাতে পারি না।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।।



কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি

কী এসেছি ফেলে?

বরফে ঢেকেছে শয্যা আমার

কখন অবহেলে?

কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া

বুঝতে পারি না আর।

এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই

কেমন যেন আলাদা আলাদা সব,

আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,

কেমন যেন আলাদা আলাদা সব।

Post a Comment

0 Comments