Pages

Jakhon Tomar Keu Chilona Chilam Shudhu Ami Lyrics(যখন তোমার কেউ ছিলনা ছিলাম শুধু আমি লিরিক্স) || পরীক্ষিত বালা || Parikshit Bala || Folk Song || লোকগীতি




Jakhon Tomar Keu Chilona Chilam Shudhu Ami Lyrics(যখন তোমার কেউ ছিলনা ছিলাম শুধু আমি লিরিক্স) || পরীক্ষিত বালা || Parikshit Bala || Folk Song || লোকগীতি 


যখন তোমার কেউ ছিলনা

ছিলাম শুধু আমি

এখন তোমার সব হয়েছে

এখন তোমার সব হয়েছে

পর হয়েছি আমি বন্ধু

পর হয়েছি আমি


সাজুর ব্যাথা আজও কাঁদে

রুপাই মিয়ার বাঁশি রে

লায়লা মজনুর প্রেমের কথা

জানে আজও সকলে × ২

আমার মনে তুষের আগুন

আমার মনে তুষের আগুন

জলে ধিকি ধিকি বন্ধু

পর হয়েছি আমি

যখন তোমার কেউ ছিলনা

ছিলাম শুধু আমি


শাহজাহান আর মমতাজের

অমর ভালোবাসা রে

মমতাজের স্মৃতির তরে

গড়লো তাজমহল যে × ২

তোমার স্মৃতি আমার মনে

তোমার স্মৃতি আমার মনে

তাইতো আজও কাঁদে বন্ধু

পর হয়েছি আমি

যখন তোমার কেউ ছিলনা

ছিলাম শুধু আমি


পরীক্ষিত কয় ভালোবেসে

কানতে হবে অবশেষে

কৃষ্ণকে ভালোবেসে

কানতে হলো রাঁধারে × ২

আমি কাঁদি একলা ঘরে

আমি কাঁদি একলা ঘরে

জানে অন্তর্যামী বন্ধু

পর হয়েছি আমি


যখন তোমার কেউ ছিলনা

ছিলাম শুধু আমি

এখন তোমার সব হয়েছে

এখন তোমার সব হয়েছে

পর হয়েছি আমি বন্ধু

পর হয়েছি আমি

Post a Comment

0 Comments