Pages

Kori Mana Kam Chare Na Lyrics(করি মানা কাম ছাড়েনা মদনে লিরিক্স) || Lalon Geeti Bengali Song Lyrics




করি মানা কাম ছাড়েনা মদনে
আমি প্রেম রসিকা হব কেমনে।।

এই দেহেতে মদন রাজা করে কাচারি
কর আদায় করে লয়ে যায় হুজুরি।
মদন তো দুষ্ট ভারি তারে দাও তহশিলদারি
করে সে মুনশিগিরি গোপনে।।

চোর দিয়ে চোর ধরাধরি একি কারখানা
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না।
সাধু থাকে চেতন ঘরে চোর সব পালায় ডরে
নইলে চোর লয়ে যাবে কোনখানে।।

অধীন লালন বিনয় করে সিরাজ সাঁই এর পায়
স্বামী মারিলে লাথি নালিশ জানাব কোথায়।
তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি
কেমনে হব সতী চরণে।।

Post a Comment

0 Comments