Pages

Mora Ekki Brinte Duti Kusum Lyric(মোরা একই বৃন্তে দুটী কুসুম লিরিক্স)Bengali Song Lyric || Kazi Nazrul Islam || Nj Music Bengali

Kazi Nazrul Islam

সুরকার: কাজী নজরুল ইসলাম

বিষয়াঙ্গ: নাট্যগীতি [সম্প্রীতি]

সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

তাল: কাহারবা

গ্রহস্বর: সা

মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান।

মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।।

এক সে আকাশ মায়ের কোলে

যেন রবি শশী দোলে,

এক রক্ত বুকের তলে, এক সে নাড়ির টান।।


এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল,

এক সে মায়ের বক্ষে ফলাই একই ফুল ও ফল।


এক সে দেশের মাটিতে পাই

কেউ গোরে কেউ শ্মাশানে ঠাঁই

এক ভাষাতে মা’কে ডাকি, এক সুরে গাই গান।।

Post a Comment

0 Comments