Movie: Dhaka Attack
Singer: Motin Chowdhury
Music : DJ Rahat & Meer Masum
Composer: Shahin Kamal
Lyrics: Motin Chowdhury & Mamun Akand
Choreography: Tanjil Alam
Direction: Dipankar Dipon
Star Cast: Arifin Shuvoo and Mahiya Mahi
Music Label: Tiger Media
আরে টিকাটুলির মোড়ে একটা
অভিশার সিনেমা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
(আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে)
আর......ভাই
একদিন গেলাম সিনেমা দেখতে
আর রিক্সা থেকে নেমে দেখি
হলে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে
ব্ল্যাক এ 10 টাকার টিকিট কুড়ি টাকায় কিনে এনে
কোনরকম ভিতরে গিয়ে বসলাম
হঠাৎ দেখি পাশের চেয়ারে
সেই মেয়েটি আমার পাশেই বসেছে
(আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে)
আর........ ভাই
সিনেমা আরম্ভ হয়ে গেল
রাজ্জাক শাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল
তখন আমার বুকের ভিতরে ধুপধাপ শুরু হয়ে গেল
হায় আমি যদি প্রেম করতে পারতাম
তখন দেখি পাশের সিটে বসে
সেই মেয়েটি আমায় চিমটি মেরেছে
(আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে)
আর........ ভাই
সিনেমার অ্যাকশান তখন চরম
রাজ্জাক ভিলেন যখন ধুপ ধাপ মারপিট
আবার শাবানা এসে
রাজ্জাককে বলল আমি তোমাকে ছাড়া বাঁচবো না
তুমি আমার জান
তখন পাশের সিটে বসে
সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে
(আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে)
আর.......ভাই
সিনেমা শেষ হয়ে গেল
মেয়েটি আমার রিকশায় চেপে বললো
ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে
গোলাম মুস্তাফা হোটেলে
খুব পোলাও-কোর্মা খাইলাম
হঠাৎ দেখি একটা ১০০০ টাকার বিল এনেছে
বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে
(আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে)
আর...... ভাই
খাওয়া-দাওয়া শেষ
মেয়েটি মিষ্টি হেসে বললো
ডার্লিং আজকের মত চলে যাই
বলে চলে গেল
আমি বাড়ি এসে রিকশা থেকে নেমে
রিকশা ভাড়া দিতে গিয়ে দেখি
মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে
আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে
আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে
হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে (×৩)
0 Comments