Song : Ei Korechho Bhalo Nithur He
Film/Album : Dadar Kirti
Artist : Hemanta Mukherjee
Lyricist : Rabindranath Tagore
এই করেছ ভালো,নিঠুর হে
নিঠুর হে,
এই করেছ ভালো
এমনি ক'রে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো,
নিঠুর হে
নিঠুর হে,
এই করেছ ভালো
আমার এ ধূপ না পোড়ালে
গন্ধ কিছুই নাহি ঢালে (২)
আমার এ দ্বীপ না জ্বালালে
দেয় না কিছুই আলো
এই করেছ ভালো,নিঠুর হে
নিঠুর হে,
এই করেছ ভালো
যখন থাকে অচেতনে এ চিত্ত আমার
আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার (২)
অন্ধকারে মোহে লাজে
চোখে তোমায় দেখি না যে (২)
বজ্রে তোলো আগুন ক'রে
আমার যত কালো
এই করেছ ভালো,নিঠুর হে
নিঠুর হে
এই করেছ ভালো
এমনি ক'রে হৃদয়ে মোর
তীব্র দহন জ্বালো,
নিঠুর হে
নিঠুর হে,
এই করেছ ভালো
0 Comments