Pages

Dhonno Dhonno Boli Tare Lyrics(ধন্য ধন্য বলি তারে লিরিক্স) লালন গীতি

 



গানঃ ধন্য ধন্য বলি তারে

শিল্পীঃ ফরিদা পারভীন, লতিফ শাহ প্রমুখ

কথা ও সুরঃ লালন শাহ

ছায়াছবিঃ মনের মানুষ

ধন্য ধন্য বলি তারে  লালন গীতি

ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর 
শূন্যের উপর পোস্তা করে

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে……

Post a Comment

0 Comments