Chal Mini Assam Jabo
চল মিনি আসাম যাবো
দেশে বড় দুখ রে
আসাম দেশে রে মিনি চা বাগান ভরিয়া
চল মিনি আসাম যাব
কুড়ল মারা যেমন তেমন,
পাতা তুলা কাম গো
-কুড়ল মারা যেমন তেমন
পাতা তুলা কাম গো
হায় যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম।
ছোঁয়ার কান্দে ডিহির ডিহি
কাকরিমে পানি নাই
বাপ দাদা রে ফাঁকা
মুরলী বাজাইছি
চল মিনি আসাম যাবো
সর্দার বলে কাম কাম
বাবু বইলে ধইরে আন
সাহেব বলে লিব পিঠের চাম
হে যদুরাম
ফাঁকি দিয়া পঠাইলি আসাম
চল মিনি
আসাম যাবো
দেশে বড় দুঃখ রে...
0 Comments