Tomar Holo Shuru Amar Holo Shara
Rabindra Nath Tagore
তোমার হল শুরু, আমার হল সারা
তোমার হল শুরু, আমার হল সারা
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা
তোমার হল শুরু, আমার হল সারা
তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথি
আমার তরে রাতি, আমার তরে তারা
তোমার হল শুরু, আমার হল সারা
তোমার আছে ডাঙা, আমার আছে জল
তোমার বসে থাকা, আমার চলাচল ।
তোমার আছে ডাঙা, আমার আছে জল
তোমার বসে থাকা, আমার চলাচল
তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়
তোমার মনে ভয়, আমার ভয় হারা
তোমার হল শুরু, আমার হল সারা
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা
তোমার হল শুরু, আমার হল সারা
0 Comments