Pages

Jodi Tare Nai Chini(যদি তারে নাই চিনি গো) Lyric Rabindra Sangeet





যদি তারে নাই চিনি গো
সে কি নেবে আমায় চিনে
এই নব ফাল্গুনের দিনে
    জানি নে জানি নে          

সে কি আমার কুড়ির কানে
কবে কথা গানে গানে
পরাণ তাহার নিবে কিনে
এই নব ফাল্গুনের দিনে
     জানি নে জানি নে            

সে কি আপন রঙে ফুল রাঙাবে
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার
হঠাৎ দোলা পাবে কি তার।
গোপন কথা নেবে জেনে
এই নব ফাল্গুনের দিনে?
জানি নে জানি নে               ।।

Post a Comment

0 Comments