Aaj Ei Din Take Lyrics From Bengali Movie Antaraley. This Beautiful Song is Sung By Kishore Kumar and Music Composed By Bappi Lahiri
Film - Antaraley (1985)
Singer - Kishore Kumar
Music Composer - Bappi Lahiri
Lyrics - Gouriprasanna Majumdar
Film - Antaraley (1985)
Singer - Kishore Kumar
Music Composer - Bappi Lahiri
Lyrics - Gouriprasanna Majumdar
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো (x2)
Ho ho ho aa ha ha hm hm..
হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো (x2)
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
Ho ho ho aa ha ha hm hm..
এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালোবাসা বাসি
শুধু গান আর হাসাহাসি
রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো (x2)
আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
Ho ho ho aa ha ha hm hm..
0 Comments