Vocal & Tune : Krishna Chandra Dey
Lyrics : Mohini Chowdhury
Mood : Patriotic
Lyrics : Mohini Chowdhury
Mood : Patriotic
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা,
তারা কি ফিরিবে আজ
তারা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি
এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি।
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌন মলিন মুখে জোগালো ভাষা,
আজি রক্ত কমলে গাঁথা..
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।
মুক্তির মন্দির সোপানতলে
কত প্রাণ হল বলিদান,
লেখা আছে অশ্রুজলে।।
0 Comments