Song : Bare Bare Ar Asa Hobe NaSinger : Kartik Das BaulLyricist : Bhaba Pagla
তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,তুমি যাহা করে গেলে কেহ জানে নাবারে বারে আর আসা হবে না,বারে বারে আর আসা হবে না।এমন মানব জনম,এমন মানব জনম আর পাবে নাবারে বারে আর আসা হবে না,বারে বারে আর আসা হবে না।তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়,চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়।তোমার বিচার করিবেন সেই বিধাতায়,তোমার বিচার করিবেন সেই বিধাতায়তাহার কাছে ফাঁকিজুঁকি কিছু চলে না..বারে বারে আর আসা হবে না,বারে বারে আর আসা হবে না।তুমি যাহা বদনে করনাই প্রকাশ,অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ।জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,সে জে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ,মানুষের কুলে কালি আর দিও না..বারে বারে আর আসা হবে না,বারে বারে আর আসা হবে না।সাবধানে চল মন হও হুঁশিয়ার,তোমার বেলা তো বহে যায়আসে অন্ধকার।এই মানুষ দেবতা হয়, হয় অবতার,এই মানুষ দেবতা হয়, হয় অবতার,ভবা কহে,ভবা কহে চোখ মেলে চেয়ে দেখ না..বারে বারে আর আসা হবে না।তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,তুমি ভেবেছ কি মনে, এই এিভুবনে,তুমি যাহা করে গেলে কেউ জানে নাবারে বারে আর আসা হবে না।এমন মানব জনম,এমন মানব জনম আর পাবে নাবারে বারে আর আশা হবে না,বারে বারে আর আশা হবে না।
0 Comments