Aila Re Noya Daman Lyrics
Song: Noya Daman
Singers: Tosiba & Muza
Genre: Folk Song
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেরা
দামান বও...দামান বও
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেড়া
দামান্দ বও...দামান্দ বও
দামান্দ বও...দামান্দ বও
সিলেটি সুন্দরী করলো মন তো আমার চুরি
ওয়াকিং লাইক আ বস লেডি
শেকিং অল হার চুড়িস, ম্যান
শেকিং অল হার চুড়ি
নো দ্যাট আই অ্যাম গন্না বি দ্য ওয়ান
টু কল ইউ ওয়াইফি
দামান অইয়া আইব বন্ধু
ইন আ গরুর গাড়ি
বেবি সিলেটি ফেরারী
বেবি সিলেটি ফেরারী
বও দামান কও রে কথা
খাও রে বাটার পান
যাইবার কথা কও যদি
কাইট্টা রাখুম কান
দামান বও...দামান্দ বও
বও দামান কও রে কথা
খাও রে বাটার পান
যাইবার কথা কও যদি
কাইট্টা রাখুম কান
দামান বও...দামান্দ বও
দামান্দ বও... দামান্দ বও
আইলা রে নয়া দামান
আসমানেরও তেরা
বিছানা বিছাইয়া দিলাম
শাইল ধানের নেড়া
দামান বৌ...দামান বৌ
আইলা রে দামান্দের ভাই
হিজলের মোড়া
ঠুনকি দিয়ে মাটিতে পড়ইল
ষাট-সত্তরের বুড়া
দামান বৌ
আইলা রে দামান্দের বোন
কইতা একখান কথা
কন্যার ভাইয়ের চেহারা দেইখা
হইয়া গেলা বোবা
দামান বৌ
আইলা রে দামান্দের ভাইয়ের বৌ
দেখতে বটর ঘাইল
উঠতে বইতে সময় লাগে, করইন আইল জাইল
দামান বও
0 Comments