Pages

Oliro Kotha Shune Bakul Hashe Bengali Lyrics (অলির ও কথা শুনে বকুল হাসে)

                                                          


Song- Oliro Katha Shune Bakul Hase
Singer- Hemanta Mukharjee
                       Composer - Gouri Prosanno Mazumder                  

                        অলির ও কথা শুনে বকুল হাসে                    
   কই তাহার মত তুমি আমার কথা শুনে
 হাসো না তো।।

ধরার ও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
 আসো না তো।।

আকাশ পারে ঐ আনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু
  ভাসো না তো।।

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ও গো ধন্য মোরে।

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
   কই তাহার মত তুমি আমায় কভুও ভাল
বাসো না তো।।

Post a Comment

0 Comments