Pages

Paal Tule De Majhi Hela Korish Na Lyrics (দে দে পাল তুলে দে) Bangla Folk Song


Song : De De Pal Tule De (দে দে পাল তুলে দে)
Tune & Lyrics : Abdur Rahman Boyati
Singer : Various

দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না x2
ছেড়ে দে নৌকা 
আমি যাবো মদিনা,
একবার ছেড়ে দে নৌকা,
আমি যাবো মদিনা 

দুনিয়ায় নবী এলো 
মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক
কাঁদিলে মুক্তা ঝরে x2
 দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা x2
মুর্শিদ যার সখা 
তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা 
নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে 
কাবা নয়নে মদিনা

 দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে
 মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা 
আমি যাবো মদিনা,
একবার ছেড়ে দে নৌকা,
আমি যাবো মদিনা

 নূরের রৌশনীতে
 দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে
মদিনার ঘরে ঘরে x2
 দয়াল মুর্শিদ যার সখা
 তার কিসের ভাবনা x2
মুর্শিদ যার সখা 
তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা 
নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে কাবা
 নয়নে মদিনা

Post a Comment

0 Comments