Pages

Ei Prithibir Pantashalay Bengali Lyrics (এই পৃথিবীর পান্থশালায় লিরিকস ) Ram Kanai Das



https://youtu.be/ZBdWXCZIvX4 


শিল্পী :- রামকানাই দাস

কথা:- হরেকৃষ্ণ বারুরি

সুরঃ- পূর্ণিমার রায় গুপ্ত

এই পৃথিবীর পান্থশালায়

কেহ আসে কেহ যায়

হাই গো কেহ আসে কেহ যায়

কান্না হাসির বন্যা মিলায়

নিথর নিরবতায় হায়

হায় গো কেহ আসে কেহ যায়

হায় গো কেহ আসে কেহ যায়।


কত আশা নিয়ে আসি এই ভবে

সবকিছু রেখে চলে যেতে হবে × ২

কেহ কারো পানে ফিরিয়া না চায়

হায় গো কেহ আসে কেহ যায়

হায় গো কেহ আসে কেহ যায়।


কেহ কাঁদে হারায়ে বুকেরি রতন

কেউ করে হায় হায় মলিন বদন × ২


সুন্দর সৃষ্টি বিধির বিধান

কুলের স্রোতে যখন মারবে টান × ২

দুদিনের খেলাঘর ভাঙিয়া যে যায় হায়

হায় গো কেহ আসে কেহ যায়

হায় গো কেহ আসে কেহ যায়।

Post a Comment

0 Comments