গান: তুমি চলে গেলে কিছু বললে না
শিল্পী ও সুর :- হেমন্ত মুখোপাধ্যায়
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
তুমি চলে গেলে
কিছু বললে না, কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
কিছু বললে না, কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
একটু গিয়েই তুমি দাঁড়ালে
আবার পথের দিশা হারালে
একটু গিয়েই তুমি দাঁড়ালে
আবার পথের দিশা হারালে
তুমি ডাকলে ফিরে আমাকে
আবেশ আকুল অন্তরে
তুমি চলে গেলে
কিছু বললে না, কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে
আমি তো কিছুই মনে করিনি
ভাঙতে গিয়েও ভেঙে পড়িনি
আমি তো কিছুই মনে করিনি
ভাঙতে গিয়েও ভেঙে পড়িনি
তুমি চিনিয়ে দিলে তোমাকে
আবার নতুন গোল করে
তুমি চলে গেলে
কিছু বললে না, কিছু শুনলে না
চলে গেলে অবুঝ মনের পথ ধরে
তুমি চলে গেলে, তুমি চলে গেলে
তুমি চলে গেলে
0 Comments