Ogo Amar Agomoni Alo” is a timeless 'Agomoni' song, a classic that heralds the arrival of Goddess Durga. While the original version was immortalized by the voice of Shipra Basu, this soulful rendition by renowned artist Jayati Chakraborty has carried its legacy forward to a new generation. The song, composed by the legendary Pankaj Kumar Mullick with lyrics by Bani Kumar, is a heartfelt prayer to the divine light.www.Lyricsnj.com
ওগো আমারও আগমনী আলো
ওগো আমারও আগমনী আলো,
জ্বালো প্রদীপ জ্বালো জ্বালো
ওগো আমার আগমনী আলো।
এই শরতেরও ঝাঞ্ঝাবাতে
নিশারও শেষে রুদ্রমাতে,
এই শরতেরও ঝাঞ্ঝাবাতে
নিশারও শেষে রুদ্রমাতে,
নিভলো আমারও পথের বাতি
নিভলো প্রাণেরও আলো,
ওগো আমারও আগমনী আলো।
ওগো আমারও পথ দেখানো আলো
জীবন জ্যোতিরূপের সুধা ঢালো ঢালো ঢালো,
দিক হারানো শঙ্কাপথে আসবে
দিক হারানো শঙ্কা পথে আসবে,
অরুণ রথে আসবে কখন আসবে
টুটবে পথের নিবিড় আঁধারও,
সকলও দিশার আলো।
বাজাও আলোরও কণ্ঠবিনা
ওগো পরম ভালো পরম ভালো,
ওগো আমারও আগমনী আলো
জ্বালো প্রদীপ জ্বালো, জ্বালো
ওগো আমারও আগমনী আলো
0 Comments